
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দমদমের সেই ধোপা পুকুরই এখন এলাকাবাসীর কাছে অন্যতম দ্রষ্টব্য স্থান হয়ে উঠেছে। ভগ্নদশা ঘুচিয়ে পার্ক ও পুকুরটিকে নানা ভাবে সাজিয়ে তুলেছে দমদম পুরসভা। আর সেই কাজে সাহায্য করেছেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ব্রাত্য বসু ও দমদম পুরসভার চেয়ারম্যান হরিন্দর সিংহ।
সরকার এবং দমদম পুরসভা মিলে এই সৌন্দর্যায়নের কাজে খরচ করেছে প্রায় তিন কোটি টাকা।
সৌন্দর্যায়নের এই কাজে সব চেয়ে বেশি নজর কেড়েছে ধোপা পুকুরের ফোয়ারা। সন্ধ্যা হলেই পুকুরের জলে শুরু হচ্ছে আলো-ধ্বনি সহযোগে মনোরম প্রদর্শনী। সেখানে ফুটে উঠছে মাইকেল মধুসূদন, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের মতো বাংলার মনিষীদের ছবি। পাঠ হচ্ছে তাঁদের বাণী ও জনপ্রিয় রচনাগুলি। প্রতি সন্ধ্যায় সেই প্রদর্শনী দেখতে ভিড় করছেন আশপাশের মানুষ।